২৪ নভেম্বর ২০২২ - ১৮:৩০
কোনো গুপ্তহত্যাই বিনা জবাবে পার পাবে না: আইআরজিসি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির চিফ কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, তার বাহিনীর সদস্যদের বিরুদ্ধে যেসব গুপ্ত হত্যা চালানো হয়েছে তার কোনটাই বিনা জবাবে পার পাবে না।

সিরিয়ায় আইআরজিসির কয়েকজন সদস্যকে হত্যার জন্য ইহুদিবাদী ইসরাইলকে দায়ী করার পর এই বক্তব্য দিলেন তিনি। সিরিয়ায় শহীদ কর্নেল দাউদ জাফারির দাফন অনুষ্ঠানের অবকাশে আজ (বৃহস্পতিবার) ইরানের ফার্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে জেনারেল সালামি এ মন্তব্য করেন।

আইআরজিসির অ্যারোস্পেস ডিভিশনের শীর্ষ পর্যায়ের সদস্য কর্নেল জাফারি গত মঙ্গলবার সিরিয়ার রাজধানী দামেস্কে শত্রুর পেতে রাখা বোমার বিস্ফোরণে শহীদ হন। তিনি সিরিয়ায় ইরানের পক্ষ থেকে সামরিক উপদেষ্টা হিসেবে কাজ করছিলেন। হত্যাকাণ্ড সম্পর্কে জেনারেল সালামি বলেন, ইরান উপযুক্ত সময়ে এবং উপযুক্ত স্থানে প্রতিটি হত্যাকাণ্ডের প্রতিশোধ নেবে। তবে প্রতিটি প্রতিশোধ হবে ভিন্ন ধরনের। ২০১১ সালে সিরিয়ায় বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীদের তাণ্ডব শুরুর পর থেকে ইরান সেখানে সামরিক উপদেষ্টা হিসেবে কাজ করে আসছে। ২০১৭ সালে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের পতনের ক্ষেত্রে ইরান যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

342/